Daily News BD Online

নিয়ামতপুরে নারীর প্রতি সহিংসতা রোধে প্রচারণা, মানববন্ধন ও আলোচনা সভা


এস এম রকিবুল হাসান, নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর নিয়ামতপুরে নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে প্রচারণা, র‍্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
"নারীর প্রতি সকল প্রকার নির্যাতনের অবসান চাই" এই স্লোগানকে সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য সামাজিক অংশীদারিত্বের উন্নয়ন (প্রসপেক্ট) প্রকল্প 'ডাসকো' ফাউন্ডেশনের আয়োজনে 'নেটজ' এর সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে উপজেলা সদরে র‍্যালী বের করে প্রতিষ্ঠানটি। পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ।
উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সভাপতি সোনাবদি বালা সভাপতিত্ব করেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) নাদিরা বেগম, সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, বাংলাদেশ মানবাধিকার উপজেলা শাখার বজলুর রশিদ,  সাধারণ সম্পাদক শাহজাহান শাজু প্রমূখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্হাপক আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের নাগরিক সমাজের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা নাটক ও নৃত্য পরিবেশন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন