Daily News BD Online

জামালপুরে ভ্যাকসিন সংকট ; ৪০০ হজ¦যাত্রী বিপাকে


জামালপুর প্রতিনিধি :
জামালপুরে হজ¦যাত্রীদের জন্য বাধ্যতামূলক ইনফ্লুয়েঞ্জা ও মেনিনজাইটিস ভ্যাকসিন সংকট পড়েছে। ফলে বিপাকে পড়েছেন ৪ শতাধিক হজ¦যাত্রী।
জানা যায়, জামালপুর জেলার ৭টি উপজেলা থেকে ১ হাজার ৭০০ জন ব্যাক্তি হজে¦ যাওয়ার জন্য নিবন্ধন করেছেন। প্রতিটি হজ¦যাত্রীর শরীরে ইনফ্লুয়েঞ্জা ও মেনিনজাইটিস ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক। তাই গত ১১ দিনে জামালপুরে ১ হাজার ২৯৫ জন হজ¦যাত্রী ইনফ্লুয়েঞ্জা ও মেনিনজাইটিস ভ্যাকসিন দেওয়ার সুযোগ পেয়েছেন।  সংকটের কারণে এখনও ৪০০ হজ¦যাত্রী ভ্যাকসিন পাননি। অনেক হজ¦যাত্রী পার্শবর্তী জেলা ময়মনসিংহ, টাঙ্গাইল ও শেরপুর জেলা থেকে ভ্যাকসিন নিয়েছে। ফলে তারা হয়রানির শিকার হয়ে আসছেন।
এব্যাপারে সরিষাবড়ী উপজেলার হজ¦যাত্রী মেহেরুন্নেছা ও মজিবুর রহমান জানান, ২/১ দিনের মধ্যে তাদের ফ্লাইট। কিন্তু তারা এখনও ভ্যাকসিন পাননি। তাই বিড়ম্বনার শিকার হয়ে আসছে।
জামালপুর সদর উপজেলা হজ¦যাত্রী শহীদুল্লাহ জানান, তারা ২/৩দিন ধরে ভ্যাকসিনের জন্য জামালপুর সিভিল সার্জন অফিসে ঘুরাঘুরি করছেন। কিন্তু ভ্যাকসিনের সমাধান হয়নি।
এব্যাপারে জামালপুরের সিভিল সার্জন প্রনয় কান্তি দাস জানান, ভ্যাকসিনের জন্য চাহিদা পাঠানো হয়েছে। বার বার তাগিদও দেওয়া হচ্ছে। কিন্তু সময় মাফিক পাওয়া যাচ্ছেনা। তবে খুব দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান হবে। আশাপ করি অল্প সময়ের মধ্যেই সবাইকে ভ্যাকসিন দিতে পারবো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন