Daily News BD Online

গাজীপুরে চেক প্রতারনার মামলায় অধ্যক্ষ কারাগারে


নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের শ্রীপুরে চেক প্রতারনার মামলায় অধ্যক্ষ মো.আ.খালেক কে কারাগারে পাঠিয়েছেন আদালত।  সোমবার (১৫মে)দুপুরে জামিন নিতে গেলে চিফ জুডিসিয়াল অদালত-৪ এর বিচারক ফারজানা ফারুক তার জামিন বাতিল করে  আটকাদেশ দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করেন।


অভিযুক্ত আ.খালেক কুমিল্লা জেলার বরুরা উপজেলার তলাগ্রামের মো. আম্বর আলীর ছেলে। তিনি উপজেলার গাড়ারণ খলিলিয়া বহুমুখি ফাজিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।
জানাযায়,আ.খালেক স্থানীয় বিভিন্ন ব্যক্তির নিকট থেকে চেক দিয়ে টাকা নিয়ে প্রতারণা করেন। তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে। তিনি গাড়ারণ গ্রামের মো. বুলবুল হোসেনের নিকট থেকে চেক দিয়ে  দুই লাখ টাকা নেন। দীর্ঘ দিনে ওই টাকা পরিশোধ না করায় বুলবুল হোসেন আ.খালেকের বিরুদ্ধে আদালতে সি.আর.মামলা নং ১১৬২/২১ দারেয়র করেনন।


একই গ্রামের মো. কামাল সিয়ার ভাতিজিকে চাকুরি দেয়ার জন্য জামানত স্বরুপ চেক দিয়ে দুইলাখ টাকা নেন। দীর্ঘ দিনেও তিনি কামাল মিয়ার ভাতিজিকে চাকুরি দেননি। পরে টাকাও ফেরত দেননি। কামাল মিয়া অধ্যক্ষের বিরুদ্ধে আদালতে সি.আর.মামাল নং ১১৬৩/২১ দায়ের করেন। পৃথক দু’টি মামলায় অধ্যক্ষ আ.খালেক ২৩মার্চ’২২ তারিখে জামিন নিতে আদালতে হাজির হন। ওই দিন আদালত তার জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করেন। দীর্ঘ দিন হাজত বাসের পর টাকা পরিশোধের শর্তে জামিনে আসেন।  জামিনে এসে কোন টাকা পরিশোধ করেননি।


 সোমবার (১৫ মে) বুলবুল হোসেনের করা মামলায় হাজিরা দিতে আদালতে যান আ. খালেক। আদলত তার জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করেন। এছাড়া মো. শফিকুল ইসলামের নিকট থেকে চেক দিয়ে ত্রিশ হাজার টাকা নেন। পরে উক্ত টাকা পরিশোধ না করলে শফিকুল ইসলাম আদালতে সিআর.মামলা নয় ১০১/২১ দায়ের করেন। এ মামলায় তিনি টাকা পরিশোধ করে মুক্তি পান।


মামলার বাদী বুলবুল হোসেন জানান, আ.খালেক টাকা নিয়ে তার সাথে প্রতারণা করেছেন। টাকা নেয়ার শর্তে জামিন নিয়ে তিনি টাকা পরিশোধ করেননি। প্রতারনার বিষয়টি নজরে এলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ এম সাইফুল ইসলাম জানান, অধ্যক্ষ আবদুল খালেকের বিরুদ্ধে আদালতে মামলা আছে। চেকের মামলায় প্রেফতার হয়ে হাজতে আছে বিষয়টি শুনেছি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন