Daily News BD Online

সাতক্ষীরায় জোরপূর্বক মৎস্য ঘেরের বেড়িবাঁধ কর্তন! থানায় অভিযোগ


খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা :

সাতক্ষীরায় অবৈধ পন্থায় দলবদ্ধ হয়ে একটি মৎস্য ঘেরের বেড়িবাঁধ কর্তন করার অভিযোগ উঠেছে।  জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের সম্বলডাঙ্গা গ্রামে ত্রিশ একর জমির একটি মৎস্য ঘের আছে। উক্ত মৎস্য ঘেরটি ৩০ জন ব্যক্তি মিলেমিশে দীর্ঘ ১৭ বছর যাবতকাল পরিচালনা করে আসছেন। পরিচালনা করার একপর্যায় গত ইংরেজি ১৭-০৫-২৩ তারিখ ভোর আনুমানিক ০৭ ঘটিকার সময় পশ্চিম নব্বই বিঘা নামে পরিচিত মৎস্য ঘেরের হবিবর রহমান(৫৫) এর নেতৃত্বে লোকজন নিয়ে মৎস্য ঘেরে অনধিকার প্রবেশ করে। এ সময় প্রায় ৫০ লক্ষ টাকার মাছ থাকা ঘেরটির রক্ষিত বেড়িবাঁধ অবৈধভাবে জোরপূর্বক হবিবর রহমান এর নির্দেশে তার সঙ্গে থাকা লোকজন কেটে দেয় বলে অভিযোগ তোলেন আশরাফ হোসেন মন্টু  সহ প্রত্যক্ষদর্শীরা। তারা আরও অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ৩০ জন মিলে নব্বই বিঘা জমিতে সুষ্ঠু ভাবে মৎস্য ঘেরে গলদা চিংড়ি, বিভিন্ন প্রজাতির  সাদা মাছ সহ ধান চাষ করে আসছি। একপর্যায় বলা নেই কওয়া নেই হটাৎ সাতক্ষীরা সদর উপজেলার বল্লী গ্রামের মৃত তোফাজ উদ্দীন শেখ এর ছেলে হবিবর রহমান পেশিশক্তি বলে মৎস্য ঘেরের বেড়িবাঁধ কর্তন করেছেন। তারা আরও জানান, পশ্চিম নব্বই বিঘা নামে পরিচিত মৎস্য ঘেরটির লিজ ডিডের মেয়াদ এখনও ০৪ বছর মেয়াদ আছে। অথচ কোন রকম আলোচনা ছাড়াই খামখেয়ালি ভাবে গায়ের জোরে ঘেরের বেড়িবাঁধ লোকজন নিয়ে  হাতে কোদালে কর্তন করেন যা সম্পুর্ন ভাবে বে-আইনি কার্যক্রম। ভুক্তভোগী আশরাফ হোসেন আরও জানান, সুষ্ঠু ভাবে মৎস্য ঘের পরিচালনা করে আসার ১৭ বছর পর আমাকে ঘের থেকে বিতাড়িত করার পায়তারায় লিপ্ত হয়ে মৎস্য ঘেরের বেড়িবাঁধ কেটে দিয়েছে হবিবর রহমান সহ তার লোকজন।

 

এদিকে সরেজমিনে গত ২০-০৫-২৩ তারিখ সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের সম্বলডাঙ্গা গ্রামের পশ্চিম নব্বই বিঘা মৎস্য ঘের পরিদর্শন করে বেড়িবাঁধ কর্তন করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ বিষয় হবিবর রহমান এর সাথে মুঠো ফোনে আলাপকালে তিনি বলেন, দীর্ঘ ১৭/১৮ বছর যাবত আমরা সবাই মিলে নব্বই বিঘা মৎস্য ঘের পরিচালনা করে আসিতেছি। তিনি আরও বলেন, ঘেরের ৩০ জন ভাগীদারদের উপস্তিতিতে বসা মিটিংয়ে আমি ঘেরের হিসাব খাতা আশরাফ হোসেন মন্টুর কাছ থেকে নিয়ে অন্য জনকে খাতা রাখার দায়িত্ব দেওয়ার প্রস্তাব রাখি। কিন্ত হিসাব খাতা অন্য জনকে দায়িত্ব না দেওয়ায় আমি মৎস্য ঘেরের বেড়িবাঁধ কর্তন করেছি বলে তিনি স্বীকার করেন। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় আশরাফ হোসেন মন্টু বাদী হয়ে গত ইংরেজি ২০/০৫/২৩ তারিখ হবিবর রহমান এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন