Daily News BD Online

ঝিনাইগাতীতে চুরি করে ধান কাটার অভিযোগ


গোলাম রব্বানী-টিটু: ঝিনাইগাতী(শেরপুর) :
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের দিঘীরপাড় ৪০ শতাংশ আসন্ন ইরিবোর ফসলের চুরি করে পাকা ধান কাটার অভিযোগ পাওয়া গেছে ।  এ ব্যাপারে নাজমা বেগম বাদি হয়ে ঝিনাইগাতী থানায় গত ২৮শে এপ্রিল শুক্রবার একটি অভিযোগ দায়ের  করেন । অভিযোগের সূত্র ধরে জানা যায় ২৭/৪/২৩ইং বৃহস্পতিবার দিবাগত রাত্রি ১১ ঘটিকা হতে ২৮/৪/২৩ ইং শুক্রবার ভোর ৫ ঘটিকার মধ্যে পাকা ধান চুরির ঘটনা ঘটে । ১৯ বছর আগে বাদে চল্লিশ কাহনিয়া মৌজার মধ্যে দিঘীরপাড় চতল গ্রামে বি,আর,এস ২৩৫ খতিয়ানে ৫১২৬,৫১৩৪,৫১৩৫ নং দাগে ৪০ শতাংশ ভূমি আবু বক্করের নামে রেকর্ড লিপিবদ্ধ থাকা অবস্থায় তার নিকট থেকে নাজমা বেগম ও মাজেদা বেগম যৌথ দলিলে ক্রয় করে ভোগদখল করে আসছে । সকালে জমিতে পাকা ধান দেখতে না পেয়ে এলাকাবসীর নিকট জানতে পারে বিবাদী মৃত ফুল মাহমুদের ছেলে আ: মতিন,আ: মতিনের ছেলে আশ্রাফুল, নিজাম উদ্দিন, হায়দর আলীর ছেলে দুলাল সহ আরো কয়েকজন মিলে ৪০ শতাংশ জমিতে ইরিবোর হাইব্রিড ১২০৩ জাতের পাকা ধান অন্ধকারে চুরি করে কেটে নিয়ে গেছে  যার মূল্য ৩২ হাজার টাকা । নাজমা বেগম কোথাও বিচার পাচ্ছে না বলে জানান । ওসি তদন্ত আবুল কাশেম জানান অভিযোগ পেয়েছি বির্তকিত জমি কোর্টে মামলা করার পরামর্শ দিয়েছি । বিবাদী আ:মতিন জানান জমি নিয়ে মামলা চলছে আমার জমিতে আমি ধান রোপন করেছি আমি ধান কেটে নিয়ে আসছি ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন