Daily News BD Online

পাঁচবিবিতে জামে মসজিদের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন


দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাটাবুকা মধ্যপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল আজ বৃহস্পতিবার সকালে মরহুম আবুল কাশেম মোল্লাপাড়া মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
 মসজিদ কমিটির আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি মরহুম আবুল কাশেম মোল্লার সুযোগ্য পুত্র শিশু বিশেষজ্ঞ ডা: মনিরুজ্জামান মানিক। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মসজিদের খতিব আমানুল্লাহ।  মোল্লা পরিবারের নাতি সহকারি অধ্যাপক সেলিম আহমেদ বিপ্লবের সঞ্চালনায় ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মরহুম আবুল কাশেম মোল্লার দ্বিতীয় পুত্র  কামরুজ্জামান মোল্লা রতনের তত্ত্বাবধায়নে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
 বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জহুরুল আলম তরফদার রুকু,বালিঘাটা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু তালেব চৌধুরী বাবু, বালিঘাটা ইউপির বর্তমান চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব,মসজিদ কমিটির সহ-সভাপতি আলতাব হোসেন মোল্লা, সাংবাদিক আবু হাসান,,সদস্য কালাম মোল্লা,তফিজ মোল্লা, নুরুজ্জামান মোল্লা বাবলুসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। পরে মসলা ঢেলে দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিথিবৃন্দরা। শেষে মরমজাই ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিকের পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন