Daily News BD Online

সোনারগাঁয়ে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার


মোঃ নুর নবী জনিঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ২০ কেজি গাঁজাসহ ইলিয়াস মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ি গ্রেফতার।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইলিয়াস মিয়া সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর দক্ষিণপাড়া এলাকার বিল্লাল মিয়ার ছেলে।

সোনারগাঁ থানার এস আই পঙ্কজ কান্তি সরকার জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমি ও এস আই মোহাম্মদ আব্দুল মোতালিবসহ একটি টিম উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি ইলিয়াস মিয়াকে তার বসতবাড়ি হইতে গ্রেফতার করতে সক্ষম হই।  


এবিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ইলিয়াস মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন