গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্লাপুরে পাথরবোঝাই ট্রাক্টর উল্টে কামরুল ইসলাম (২২) নামের চালক নিহত হয়েছেন।
রোববার (২১ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কামারপাড়া ইউনিয়নের দক্ষিণ হাটবামুনি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কামরুল ইসলাম উপজেলার ফরিদপুর ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামের আতোয়ার রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, ওই সময় জামুডাঙ্গার জাল্লাদুর মোড় থেকে ট্রাক্টরে পাথর নিয়ে ১নং দক্ষিণ হাটবামুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। এরই মধ্যে ওইস্থানে পোঁছালে গাড়ীটি উল্টে সিরাজুলের পকুরে পড়ে যায়। এসময় চালক কামরুল গাড়ীর নিচে পড়ে নিহত হয়। খবর পেয়ে সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ উদ্ধার কাজ করেন।
এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ নারায়ন চন্দ্র বর্মা ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান বলেন, কামরুল ইসলাম নামের ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
Tags
বাংলাদেশ