Daily News BD Online

ঝিনাইগাতীতে ঘুর্ণিঝড় ”মোখা” এর সম্ভাব্য প্রভাব থেকে পরিত্রানের জন্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


গোলাম রব্বানী-টিটু: (শেরপুর) প্রতিনিধি :

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ শনিবার উপজেলার হল রুমে ঘুর্ণিঝড় ”মোখা” এর সম্ভাব্য প্রভাব থেকে পরিত্রানের জন্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । সভায় আগাম প্রস্ততি গ্রহণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম,এ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:এটিএম ফায়েজুর রাজ্জাক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সাহা, ফায়ার সাভির্সের দলনেতা আব্দুল মান্নান প্রমুখ । সভায় ইউপি চেয়ারম্যান, সাংবাদিক সহ সরকারী অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের নেতৃত্বে একটি টিম ঝিনাইগাতী বাজারে প্রাকৃতিক দূর্যোগ ও অগ্নি নিবারণে পানির ব্যবস্থার স্থান নির্ধারণের জন্যে বাজার পরিদর্শনে যান । এ সময় অগ্নিকান্ড থেকে রক্ষা পেতে বাজারে ১ লক্ষ টন পানি রাখার জন্যে জলাধার নির্মাণের স্থান নির্ধারণ ও বাজারে অনায়াসে ফায়ার সার্ভিসের গাড়ি যাতায়াতের জন্যে একটি ১২ ফিট প্রসস্ত গলি বাহির করার জন্যে সিদ্বান্ত গ্রহণ করেন উপজেলার ইউএনও ফারুক আল মাসুদ । তার এই উদ্যোগকে বাজারের ব্যবসায়ীরা স্বাগত জানিয়ে ধন্যবাদ দিয়েছেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন