Daily News BD Online

ফুলবাড়ীতে নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক প্রচারাভিযান


আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে ‘সবাই মিলে এগিয়ে চলি, নারী নির্যাতন বন্ধ করি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন সামাজিক অংশীদারত্ব বৃদ্ধি (প্রসপেক্ট) প্রকল্পের আওতায় নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা পল্লীশ্রী প্রসপেক্ট প্রকল্প ও নাগরিক সমাজ সংগঠনের উদ্যোগে এবং বিএমজেড ও নেটজ বাংলাদেশের সহযোগিতা বুধবার (১৭ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরশহরে বের করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।
এতে প্রসপেক্ট প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর ফারহানা সিদ্দিকীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী মতিয়ার রহমান মুক্তি, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান সরদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, তথ্য কর্মকর্তা রুখসানা খাতুন, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ। এছাড়াও বক্তব্য রাখেন সংস্থাটির সমাজকর্মী মনিরা আক্তার, বেলাল হোসেন প্রমুখ।
শেষে নারীর প্রতি নির্যাতন প্রতিরোধে শপথ বাক্যপাঠ, নাটিকা মঞ্চস্থসহ নারীদের অংশগ্রহণে এক র‌্যাম্প শো অনুষ্ঠিত হয়।
এতে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজ সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। ##

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন