চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ সফর করেছেন। এই উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এক আলোচনা সভা হয়।
সভায় অতিথি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সদস্যগণ, কাব প্রতিনিধি, ব্যবসায়ীগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক এ.এইচ.এম সফিকুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
আলোচনায় বিভিন্ন পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে ব্যবসায়ীরা তাদের ভোগান্তি তুলে ধরেন। চিনি বেশি দামে সংগ্রহ করলেও পান না কোনো রশিদ । ফলে তারা দেখাতে পারে না উপযুক্ত কাগজপত্র । পেঁয়াজের মূল্য বৃদ্ধির কথা তুলে ধরে ব্যবসায়ীরা বলেন, আমদানি করা পেঁয়াজের মূল্য পাশ্ববর্তী দেশের সাথে সমন্বয় রেখে মূল্য নির্ধারণের দাবি জানান । এতে ব্যবসায়ী ও ভোক্তাদের ভোগান্তি কমবে । এর পরিপেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন,বেশি দামে চিনির কিনে রশিদ না পাওয়ার বিষয়টি জানতে পেরে এ ব্যাপারে মাঠ পর্যায়ে অভিযান না চালিয়ে মিল পর্যায়ে কাজ করছি। পেঁয়াজ সহ বাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আপনাদের পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আসিফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রোকনুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ঢাকা এর (প্রশিক্ষন ও প্রচার) উপ-পরিচালক আতিয়া সুলতানা, অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ এর ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ মাসুম আলীসহ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগন জেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার প্রতিনিধিগণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এর আগে সকালে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শণ করেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক এ.এইচ.এম সফিকুজ্জামান।
Tags
বাংলাদেশ