Daily News BD Online

নড়াইলে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে অবৈধ যানবাহন আটক


নড়াইল প্রতিনিধি :
নড়াইলে নিরাপদ সড়ক নিশ্চিতের লক্ষ্যে ট্রাফিক পুলিশের অভিযানে অবৈধ যানবাহন আটক। ট্রাফিক পুলিশ  সদর থানাধীন মির্জাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ (ছয়) টি মোটরসাইকেল,  হিউম্যান হলার ১ (এক) টি এবং ৪ (চার) টি নসিমন আটক করে।উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, শনিবার ২০ মে) সকালে  এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত অবৈধ হিউম্যান হলারে ইট ও মাটি পরিবহন করে রাস্তাঘাট নষ্ট করে বৈধ গাড়ি চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। এসব অবৈধ যানবাহনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক পুলিশ এ বিশেষ অভিযান চালায়। এছাড়া মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় মামলা দেওয়া হয়।
নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় অভিযানকালে উপস্থিত ছিলেন  তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ট্রাফিক পুলিশ পরিদর্শক জনাব আব্দুল হান্নান, মির্জাপুর পুলিশ ক্যাম্পের আইসি এস এম রেজাউল করিম ও ট্রাফিক পুলিশের সার্জেন্ট জনাব আজাদুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন