Daily News BD Online

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দু'জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
 
বিশেষ এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-৫ এর অন্তর্ভুক্ত সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব কোম্পানি কমান্ডার রুহ-ফি-তামিম তৌকির জানায়, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ মে) রাত সারে ৮টায় সিপিসি-১, চাঁপাই- নবাবগঞ্জ র‍্যাব-৫, এর রাজশাহীর একটি অপারেশন দল কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট গোপাল নগর মোড় মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে ২ কেজি গাঁজা, ২টি মোবাইল ফোন ও ৩টি সিমকার্ডসহ দু'জন মাদক ব্যবসায়ী (কারবারি)কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ চাকপাড়া গ্রামের মোঃ নুরুল ইসলাম ও ফাতিমা বেগম দম্পতির ছেলে মোঃ মনিরুল ইসলাম (২৫) একই এলাকার মোঃ এনামুল হক ও মিসনারা খাতুন দম্পতির ছেলে মোঃ আল আমিন (১৯)।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্তরণ আইনে মামলা রুজু করা হয় বলে র‍্যাব গণমাধ্যমকে প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন