Daily News BD Online

নিয়ামতপুরে গলায় ওড়না প্যাঁচে বৃদ্ধার মৃত্যু


এস এম রকিবুল হাসান. নিয়ামতপুর (নওগাঁ) :
নওগাঁর নিয়ামতপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে হাওয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধা উপজেলার পাঁড়ইল ইউনিয়নের দিঘীপাড়া গ্রামের মকবুল হোসেনের স্ত্রী।
শুক্রবার সকাল ১১ টার শ্রীমন্তপুর ইউনিয়নের ভাদরন্ড মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই বৃদ্ধের ছোট মেয়ে জামায়ের ভাই মৃত্যুবরণ করায় ভ্যানযোগে জেলার মহাদেবপুর উপজেলার উদ্দেশ্য রওনা দিয়েছিলেন। পথিমধ্যে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সুচিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার বলেন কর্তব্যরত চিকিৎসক। রাজশাহী নেওয়ার প্রস্তুতির সময় স্বাস্থ্য কমপ্লেক্সেই তার মৃত্যু হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মনিরুল হক বলেন, গলায় ফাঁস লাগায় তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিবারকে রাজশাহী মেডিকেলে নেওয়ার জন্য বলা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই তার মৃত্যু হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন