রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী রাঙ্গাবালীতে বুধবার রাতে ঘর চুরির ঘটনা ঘটে। রাত ২.৩০ বাজে দুজন চোর জানালা ভেঙে ঘরে ঢুকে। নগদ দু,লাক্ষ আটহাজার টাকা, স্বর্ণের জিনিস ও রুপার নুপুর চুরি করে পালিয়ে যায়। এ ঘটনা ঘটে ছোটবাইশদিয়া ইউনিয়নের দক্ষিণ নয়াভাঙ্গুনী গ্রামে প্যাদা বাড়ি। রুবেল প্যাদার স্ত্রী মিতু(২৬) জানান, আমার স্বামী বাড়ি নেই অসুস্থ হাসপাতালে ভর্তি। বুধবার রাতে খাবার খেয়ে আমি বাচ্চাদের সাথে নিয়ে ঘুমিয়ে যাই। রাত আনুমানিক ২.৩০ বাজে হঠাৎ দেখি আমার লাইটের বাতি বন্ধ, ফ্যান চলে পাশে কিছু একটা ভাঙ্গার শব্দ পাই। টর্চ লাইট মারলে দুজন চোর দেখতে পাই একজন এসে আমাকে জড়িয়ে ধরে আর অপর জন বাক্স ভেঙ্গে টাকা, কানের জিনিস, পায়ের নুপুর নেয়। আমি চিৎকার করা ধরলে আমার মুখ চেপে আমাকে মারধর করে। আমার জামা কাপড় ছিড়ে ফেলে। আমার ইজ্জাত নষ্ট করার চেষ্টা করলে একপর্যায়ে হাত সরিয়ে ডাক দেই। তখন চোর পালিয়ে যায়। আমি এর সঠিক বিচার চাই দোষীদের আইনের আওতায় আনা হোক।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত অফিসার নুরুল ইসলাম মজুমদার বলেন, এ অভিযোগের সত্যতা আমরা পাইনি, তবে এর আগে মরামারির একটা অভিযোগ পেয়েছি।
Tags
বাংলাদেশ