Daily News BD Online

মহাদেবপুরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ

স্বেচ্ছাশ্রমে ধান কাটা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন

আব্দুল ওয়াদুদ, মহাদেবপুর (নওগাঁ) :

নওগাঁ জেলার মহাদেবপুরে অসহায় কৃষকের জমির বোরো ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (৯ মে) সকালে উপাজেলা সদরের ব্র্যাকের মোড়ে মহাদেবপুর মৌজায় গরীব কৃষক ফাজিলপুর গ্রামের মৃত কন্ঠ চন্দ্র মন্ডলের ছেলে বৃদ্ধ নিরেন চন্দ্র মন্ডলের (৬৭) এক বিঘা ৪ কাঠা জমির ধান কাটা শুরু করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কাটা উদ্বোধন করেন।
অন্যদের মধ্যে ধান কাটায় অংশ নেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদ হাসান নয়ন, রাজিব সরদার, সোহাগ হোসেন ও শাহীনুর রহমান, সাধারণ সম্পাদক তনু কুমার দেব, সহ-সধারণ সম্পাদক তুহিন হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রণব কুমার, রাজিব কুমার ও রকি কুমার, স্কুল সম্পাদক সৌমিক হোসেন, সদস্য অর্পণ কুমার, জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম, হাতুড় ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো: লিখন,   উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাজু আহমেদ ও তাপস সরদার প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন