Daily News BD Online

মুরাদনগরে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ’র শুভ উদ্বোধন


কে এম শারফিন শাহ্ (কুমিল্লা) :

 
জনসাধারণের মধ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভূমিসেবা সপ্তাহ এর শুভ উদ্বোধন করা হয়েছে। পরে এ বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করেন উপজেলা ভূমি অফিস।
সোমবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে বেলুন উড়িয়ে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা সুযোগ্য চৌকস নির্বাহী কর্মকর্তা আলাউদ্দীন ভূঞা জনী।
 
বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা ভূমি সেবায় অত্যন্ত পরিশ্রম মধ্য দিয়ে তাহার লক্ষ্যমাত্রায় মুরাদনগর মানুষের জন্য দিনরাত শৈশতা বিহীন মিস্টার সাথে সেবা দিয়ে যাচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হুদা।

এ সময় ভূমিসেবার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম চৌধূরী, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধূরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য গাজীউল হক চৌধুরী, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, সহ-সভাপতি বেলাল উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম শারফিন শাহ্, বাঙ্গরা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন ।
এসময় উপজেলা স্কআউটএর সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদসহ সকল উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ৬ জন ভূমিহীন ও গৃহহীনকে নামজারিসহ সকল কাগজপত্র বুঝিয়ে দেয়া হয়। এ ভূমিসেবা চলবে ২২মে থেকে আগামী ২৮মে পর্যন্ত ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন