Daily News BD Online

পাঁচবিবিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ভেড়া ও খাদ্য সামগ্রী বিতরণ


দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
তৃতীয় ধাপে সমতলভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়নের আওতায় সুফলভোগীদের মাঝে ভেড়া এবং ভেড়ার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি মারুফ আফজাল রাজন। ভেটেনারি সার্জন ডঃ মোঃ ফয়সাল রাব্বির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:মোঃ নিয়ায কাজমীর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, উপজেলা আ-লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল,সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল,বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব ও আটাপুর ইউনিয়ন আ-লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী সরকার প্রমুখ।শেষে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী্র ১০০ টি পরিবারকে ২টি করে মোট ২০০টি ভেড়া ও ভেড়ার খাদ্য সামগ্রী (ফিট ২৭কেজি) বিতরণ করেন অতিথিবৃন্দ।
ক্ষুদ্র নূ-গোষ্টি  সম্প্রদায়ের মানুষেরা ভেড়া পেয়ে খুব উচ্ছ্বসিত, তারা ভেড়া পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন