Daily News BD Online

পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু


দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ  ইসমাইল হোসেন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার হরেন্দা গ্রামের মোঃ রুহুল আমিনের পুত্র।
গ্রামবাসী ও পরিবার সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রামের যুবক ইসমাইল হোসেন নিজের ঘরের বৈদ্যুতিক বোর্ড অন্য ঘরে স্থানান্তর করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিকভাবে তাকে গ্রামবাসী ও পরিবারের লোকজন উপজেলা মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আজ শুক্রবার সকাল ১০টায় তার গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এব্যাপারে একই গ্রামের উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,সে একজন বিবাহিত যুবক। পেশায় ইলেকট্রিশিয়ানের কাজও করতো। তার মৃত্যুতে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে আসে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন