Daily News BD Online

ভোলায় বুড়ো দাদাকে ঔষধ খাওয়ানো নিয়ে সংঘর্ষ আহত ৪


ভোলা প্রতিনিধিঃ
বুড়ো দাদাকে ঔষধ খাওয়ানোকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন আরশাদ (৪৩) নববধূ কাজল (২৫), রূদয় (৩০) রুমা (৫৫) তারা ভোলা সদর ২৫০ সয্যা হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি রয়েছেন। শনিবার (২০ মে) সকাল সাড়ে ১১ টার সময় সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পুর্ববাপ্তার চেউয়া খালী এলাকার সৈয়াল বাড়িতে এঘটনা ঘটে।
আহতরা জানান, সকালে বুড়ো অসুস্থ্য দাদাকে ঔষধ খাওয়ানো নিয়ে কথা কাটা কাটির এক পর্যায়ে উভয় গ্রুপে সংঘর্ষে জড়িয়ে পরে।  এসময় আরশাদ (৪৩) নববধূ কাজল (২৫), রূদয় (৩০) রুমা (৫৫) আহত হয়। উভয় পক্ষের ৩ জন সদর হাসপাতালের মেডিসি বিভাগে ভর্তি রয়েছেন। মেডিসিন বিভাগের ষ্টাফ নার্স জানান, তারা মারা মারি করে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ইমার্জেন্সি বিভাগের চিকিৎসক ডাঃ নাহিদ সুলতানা জানান, তারা মারা মারি করে হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। সবাই মোটামুটি ভাল আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন