মোঃ মশিয়ার রহমান টিংকু, মহেশপুরঃ
মঙ্গলবার সকালে ৪৪লিটার চুলাই মদ সহ দুইজন মাদক বিক্রেতাকে আটক করেছে দত্তনগর ফাঁড়ী পুলিশ।
জানাগেছে ঝিনাইদহের মহেশপুর থানাধীন দত্তনগর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই আশিষ দাসের দিক নির্দেশনায় এ এস আই ফিরোজ এবং এ এস আই ইমরান'সহ সঙ্গীয় পুলিশ সদস্যদের মাদক বিরোধী এক বিশেষ অভিযানে দত্তনগর এস এম ফার্ম মাধ্যমিক বিদ্যালয়ের নিকট বর্তী মাঠ থেকে চুয়াল্লিশ লিটার চুলাই মদ'সহ দুইজন মাদক বিক্রেতাকে আটক করেছে দত্তনগর ফাঁড়ী পুলিশ।
আটককৃত ব্যাক্তিরা হলেন, পার্শবর্তী জীবননগর উপজেলার যাদবপুর গ্রামের মৃত এরশাদ মন্ডলের ছেলে জাহাঙ্গীর মন্ডল ও মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউপির গোকুলনগর গ্রামের আয়ুব খানের ছেলে উজ্জল খান।আটককৃত দুইজনকেই মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করাহয়েছে।
Tags
বাংলাদেশ