ফারুক মিয়া: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৩নং পাররামরাম পুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ৩১ মে সকালে ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ সভা কক্ষে উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়।
ইউপি সচিব আনোয়ার ইসলামের সঞ্চালনায় বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া (জেকে)। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে আয় ধরা হয়েছে ৩ কোটি ৭০ লাখ টাকা,ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার টাকা। উদ্বৃত্ত ৩ লক্ষ ৬ হাজার টাকা।
এ সময় বক্তব্য রাখেন, টেক অফিসার ফিরুজ আহমেদ, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান লেমন, মুক্তিযোদ্ধা রিয়াজল হক, শিক্ষক রহুল আমীন, আক্রাম হোসেন সেলিম, মাসুদুর রহমান, মাওলানা মোঃ আক্কাছ আলী, আওয়ামী নেতা নুর হোসেন, কোহিনুর বেগম, এসময় ইউপি সদস্যসদস্য আজেদা খাতুন, নিপা বেগম, আনাম মিয়া, মোবারক হোসেন, আলমাছ হোসেন, রাজু আহাম্মেদ, ওমর ফারুক, বাদশা মিয়া, আমেজ আলী, এসময় বীর মুক্তি যোদ্ধা, স্থানীয় আওয়ামীলীগ নেতা, বাজার ব্যবসায়ী, ইমাম, শিক্ষক গন মাধ্যম কর্মী সহ সুশীল সমাজ ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতার ভেতর দিয়ে বাজেট ঘোষনা করায় সবার মাঝে আনন্দ উচ্ছাস দেখা গেছে ।
Tags
বাংলাদেশ