Daily News BD Online

সোনারগাঁয়ে সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণের চেষ্টা, স্থানীয়দের বাঁধা


মোঃ নুর নবী জনিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা এলাকার ঐতিহ্যবাহী পঙ্খিরাজ খাল দখল করে বহুতল ভবন নির্মাণের চেষ্টাট অভিযোগ উঠেছে প্রভাবশালী মজিবুর রহমান সরকারের বিরুদ্ধে।

গতকাল সকালে পৌরসভা এলাকার ৫নং ওয়ার্ডের লাহাপাড়া গ্রামের এলাকাবাসী এ অভিযোগ করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায় পৌরসভার উত্তর ষোলপাড়া মৌজা স্থিতি লাহাপাড়া এলাকায় শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী পঙ্খিরাজ খালের একাংশ জোরপূর্বক দখল করে ৬ তলা ফাউন্ডেশন নিয়ে বহুতল ভবন নির্মাণের কাজ করছেন  প্রভাবশালী মজিবুর রহমান সরকার। প্রভাবশালী হওয়ায় এলাবাসীর বাঁধাকে তোয়াক্কা  নাকরে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেন ।  


স্থানীয়রা জনান,শতবছরের ঐতিহ্যবাহী পঙ্খিরাজ খাল দখলে বাঁধা দিতে গেলে প্রভাবশালী মজিবুর রহমান সরকার ও তার ভাই এবং ছেলেদের নিয়ে এলাকাবাসীর ওপর চড়াও হয়।এসময় খবর পেয়ে পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার দুলাল মিয়া ঘটনাস্থলে এসে এলাকাবাসী ও মজিবর সরকারের সাথে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

এসময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি এবং পৌরসভার ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে সরকারি সার্ভেয়ার দিয়ে সরকারি খাল নির্ধারণ করা হবে বলে আশ্বাস দিয়ে উভয় পক্ষকে মানতে বলেন ।

তবে এবিষয়ে অভিযুক্ত মজিবুর রহমান সরকার খাল দখলের কথা অস্বীকার করে বলেন সরকারী নিয়ম মেনেই কাজ করছি।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ( ভূমিব) মোঃ ইব্রাহীম মুঠোফোনে  জানান,সরকারী খাল দখলের বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জেনেছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন