আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর ফুলবাড়ীতে ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে আলিফ (১৫) নামে এক ৭ম শ্রেনীর স্কুল পড়ুয়া ছাত্রের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) সকাল ১১ টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীতে তিন বন্ধু মিলে নদীতে গোসল করতে গেলে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত আলিফ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামের মঈদুল ইসলামের ছেলে।
নিহতের চাচাতো ভাই শাহিন আলম জানান, আলিফ জয়নগর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ছিল এবং সে পরিবারের এক মাত্র ছেলে সন্তান। আলিফের এই অকাল মৃত্যুতে গ্রামের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
Tags
বাংলাদেশ