Daily News BD Online

নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের আহত ৫


রশিদুল আলম রশিদ, নওগাঁ থেকে :

নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপ ক্ষের লোকজন। মান্দা উপজেলার ২ নং ভালাইন  ইউনিয়নের বৈলশিং (মধ্যপাড়া) এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ভালাইন ইউনিয়নের বৈলশিং (মধ্যপাড়া) গ্রামের আব্দুল জলিল (৫০),আব্দুল জলিলের স্ত্রী নুরজাহান বেগম (৪২), ছেলে লালচাঁন হোসেন (২২), জামাই আলমগীর কবির (৩৫) এবং জামাইয়ের ছোটভাই আতিকুর রহমান (২৫)। আহতদের মধ্যে আব্দুল জলিলের ছেলে লালচাঁন হোসেন ওইদিন রাতেই মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আর অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ভূক্তভোগী আব্দুল জলিলের ছেলে লালচাঁন হোসেন জানান, বৈলশিং (মধ্যপাড়া) গ্রামের প্রতিপক্ষ মৃত সোলেমান আলীর ছেলে আছর আলী গংদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে মঙ্গলবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্রে সংঘবদ্ধ হয়ে এসে বিবাদমান জমির প্রায় ৪টি ফলজ আম গাছ কর্তন করেন। এসময় বাঁধা দিতে গেলে অতর্কিতভাবে হামলা চালিয়ে মারপিট করে তাদের আহত করেন। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ভগ্নিপতি গুড় ব্যাবসায়ী আলমগীর কবির এবং ভগ্নিপতির ছোটভাই মোবাইল ব্যাবসায়ী আতিকুর রহমান ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করার সময় তাদেরকেও বেদম মারপিট করে ভগ্নিপতির কাছ থেকে ৬০ হাজার টাকা কেড়ে নেয় । এরপর ৯৯৯ ফোন দিয়ে পুলিশ গিয়ে উদ্ধার করেন বলে জানান তিনি। বর্তমানে তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমতাবস্থায় তারা এ জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠ বিচার দাবি করেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, এ ঘটনায় বৈলশিং (মধ্যপাড়া) গ্রামের ভূক্তভোগী আব্দুল জলিলের ছেলে লালচাঁন হোসেন বাদী হয়ে একই গ্রামের আছর আলী, মিরাজুল ইসলাম, সাহার আলী,শাকিব হোসেন, শাহনাজ বেগমের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে আছর আলী নামে একজনকে আটক করে গতকাল বুধবার  দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন