Daily News BD Online

বাংলাদেশ কৃষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি


চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

সকাল ১০টাই বাংলাদেশ কৃষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির এক বিক্ষোভ মিছিল সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে বঙ্গবন্ধু মঞ্চে এসে মিছিলটি শেষ হয়। শেষে বঙ্গবন্ধু মঞ্চের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কৃষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির এবং সভা পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মিলন কুমার পাল।


সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কমরেড আবিদ হোসেন ও কেন্দ্রীয় নেতা কমরেড রাগিব আহসান মুন্না। তাছাড়াও বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি আবু হাসিব ও হাসান আলী।
সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক কমরেড কামাল উদ্দিন।
বক্তাগণ,ধানের দাম ১৫০০ টাকা নির্ধারণ ও সরকারকে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করে,মধ্যসত্বভোগী ও ফোড়িয়াদের হাত থেকে কৃষকদের রক্ষা করার দাবি করেন।
তাছাড়াও সার সহ অন্যান্য কৃষি উপকরণের বর্ধিত দাম প্রত্যাহার করার জোর দাবি উঠেছে।
কমরেড কামাল তাঁর সংহতি বক্তব্যে বলেন,কৃষকরা যখন ধান চাষ করেন,তখন কৃষকদের পকেট কাটতে সার সহ অন্যান্য উপকরণের দাম দফায় দফায় বাড়ানো  হয়।আর যেই কৃষকরা ধান কাটা শুরু করলো, তেমনই ধানের দাম ১৪/১৫ শত টাকা থেকে নেমে গেলো ৯০০/১০০০ টাকায়। এভাবে কৃষকের কষ্টে উপার্জিত অর্থ ও পন্য লুট করে নেয়া হচ্ছে।এই বিষয়টা আজ পরিষ্কার হয়েছে।তাইতো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি অবস্থা বদলাতে ব্যবস্থা বদলানোর ডাক দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন