মোঃমশিয়ার রহমান টিংকু :
রবিবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৫নং শ্যামকুড় ইউপির ৫নং ওয়ার্ড শ্যামকুড় পশ্চিমপাড়ায় চেয়ারম্যান' জামিরুল হক এর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র এবং অপপ্রচারের বিরুদ্ধে স্থানীয় নেতাকর্মী'সহ প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালনকরেছে এলাকাবাসী।চেয়ারম্যান' জামিরুল হক এর নেতৃত্ত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান ঠান্ডু, ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান বিশ্বাস, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রাশেদ মীর, তাঁতীলীগের সাবেক সভাপতি আজিজুল হক, যুবলীগ নেতা আসলাম ব্যাপারী সহ আরো অনেকে। এসময়ে বক্তারা বলেন,
শ্যামকুড় পশ্চিমপাড়ার সরকারি ম্যাপের রাস্তাটিতে গৃহ নির্মানের মাধ্যমে প্রায় ৩০ থেকে ৪০ ঘর জনবসতীর যাতায়তের পথ অবরুদ্ধ ছিলো। চেয়ারম্যান জামিরুল হক স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় অবৈধ দখলকৃত টিনের ঘরটি সরিয়ে দিয়ে সরকারি রাস্তাটি জনচলাচলের জন্য উন্মুক্ত করেদেন।এইনিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েযাচ্ছিলো একটি মহল। তারই প্রতিবাদে মানববন্ধন করে এলাকাবাসীরা।
সবশেষে শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল হক বলেন, অবরুদ্ধ জনবসতীর চলার পথ সুগম করতেই আমি এলাকাবাসীর সহযোগীতায় সরকারি ম্যাপের রাস্তায় থাকা ঘরটি সরিয়ে দিয়েছি এবং রাস্তাটিতে জনচলাচলের জন্য অবৈধ দখল উচ্ছেদ করেছি।
Tags
বাংলাদেশ