Daily News BD Online

চাঁপাইনবাবগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২


মোঃ ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ


চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ধোবপুকুর (বাগবাড়ি)আলহাজ আব্দুর রাকিব হাজি এর পেট্রোল পাম্পের সামনে ১৩ মে শনিবার দুপুরে  অপারেশন পরিচালনা করে গাঁজা-৩০ কেজি, ট্রাক-০১টি, মোবাইল-০৩টি, সীমকার্ড-০৫টি, গাড়ীর কাগজ-০১ সেট উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ মাসুদ রানা (৩৮), পিতা-জান মোহাম্মদ, সাং-সাতরশিয়া, ২। মোঃ সৈয়দুল ইসলাম (২৪), পিতা-নুর আলম, সাং-ধোপপুকুর (বাগবাড়ি), উভয় থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ‘কে গ্রেফতার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরস্থ কাশিয়াডাঙ্গী থানাধীন কাশিয়াডাঙ্গী রেল ক্রসিং সংলগ্ন এলাকায় কতিপয় ব্যক্তি মাদকসহ অবস্থান করছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই র‌্যাবের গোয়েন্দা দল রাজশাহী মহানগরস্থ কাশিয়াডাঙ্গী থানাধীন কাশিয়াডাঙ্গা রেল ক্রসিং এলাকায় পৌছামাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে উক্ত ঘটনাস্থলে আসামী ১। মোঃ মাসুদ রানা (৩৮) কে ঘটনাস্থলে আটক করে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে উক্ত আসামী উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করে যে, তাহার ব্যবহৃত ট্রাকটিসহ বিক্রির জন্য আনিত অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে ২নং আসামী মোঃ সৈয়দুল ইসলাম (২৪) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ধোবপুকুর (বাগবাড়ি) গ্রামস্থ জনৈক আলহাজ আব্দুর রাকিব হাজি এর পেট্রোল পাম্পে অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের টিমসহ ১নং ধৃত আসামী মোঃ মাসুদ রানা (৩৮)’কে নিয়ে ঘটনাস্থাল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ধোবপুকুর (বাগবাড়ি) গ্রামস্থ জনৈক আলহাজ আব্দুর রাকিব হাজি এর পেট্রোল পাম্পে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০২ ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে ২নং আসামী মোঃ সৈয়দুল ইসলাম (২৪)’কে ঘটনাস্থল হতে আটক করে এবং অপর একজন অজ্ঞাত আসামী কৌশলে দৌড়ে পালিয়ে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন