চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
গত ১৮ মে ২০২৩ তারিখ রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন জোর পাইকতলা সরজন বাজার এলাকায় ৫২ বছরের একজন বৃদ্ধাকে মোটরসাইকেল চালক দ্রæত ও বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বৃদ্ধা নিহত। ঘটনার পরে ঘাতক চালক ঘটনাস্থলে মোটর সাইকেল রেখে পালিয়ে যায়। এর প্রেক্ষিতে র্যাবের একটি চৌকশদল ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহিপুর কলেজ মোড় এলাকা হতে ১৯ মে ২০২৩ তারিখ ২১:০০ ঘটিকায় পলাতক ঘাতক চালক মোঃ ভোদু আলী (৩৫), পিতা-মৃত সাবুর আলী, সাং-ফতেহপুর (খোলশী), থানা-নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত আসামীকে দায়েরকৃত মামলার সাপেক্ষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। র্যাব বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
Tags
বাংলাদেশ