Daily News BD Online

ঝিনাইদহের শৈলকুপায় গৃহবধুর রহস্যময় মৃত্যু


আর আই রাজিব, ঝিনাইদহ :


ঝিনাইদহের শৈলকুপায় সোনিয়া খাতুন নামে গৃহবধুর রহস্যময় মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (১৫ মে) রাত ১০ টায় এ মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনা রহস্যময় বলে জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম।


রহস্যময় ভাবে মৃত সোনিয়া কুষ্টিয়ার সদর উপজেলার কুমারখালি থানার গবরা গ্রামের আবেদ আলী ও মমতাজ খাতুনের মেয়ে। এছাড়া তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের আনন্দনগরের লাবু শেখের স্ত্রী।


স্থানীয়রা জানান, গতকাল রাতে এই রহস্যময় মৃত্যুর ঘটনা গ্রামে জানা জানি হয়। রাতেই গ্রামবাসী এলে দেখে ঘটনা সত্য। পরে বাড়ির লোকেরা আত্মীয়দের খোঁজ দিলে তারা আসেন। এছাড়া বেশ কয়েকদিন তাদের সম্পর্ক ভালো ভালো ছিলনা বলে জানান তারা।


এ বিষয়ে মেয়ের বাবা আবেদ আলী বলেন, 'আমার মেয়ের সাথে তার স্বামী লাবু শেখের সম্পর্ক ভালো না। মাঝেমধ্যেই ঝামেলা হয়, মারধর করে। এই ঘটনা একদম পরিকল্পিত হত্যা। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের বিচার চাই।'


এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। লাশ ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।'

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন