Daily News BD Online

শেরপুরের ঝিনাইগাতীতে বিশু হত্যার মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে সংবাদ সম্মেলন


গোলাম রব্বানী-টিটু;(শেরপুর)প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া বাজারে আজ সোমবার বিশু হত্যার মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার । ভুক্তভোগী পরিবারের আয়োজনে সংবাদ সম্মেলনে সকল আসামীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার ৭নং আসামী হামিদুল্লাহর ছেলে আবু তাহের । এ সময় তিনি বলেন ২০২১ সালের জুলাই মাসের শেষের দিকে বিশু মিয়া মৃত্যুবরণ করেন । তার তার মৃত্যুকে নিয়ে প্রথমে ঝিনাইগাতী থানায় ৫জনকে আসামী করে খোরশেদা বেগম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলা নং ১৬ তাং ২৯/৭/২০২১ ইং । ১৬ দিন অতিবাহিত হওয়ার পর শেরপুর সি, আর আমলী আদালত ঝিনাইগাতী শেরপুর কোর্টে ৯ জনকে আসামী করে আরেকটি মামলা দায়ের করেন  যাহা দুইটি মামলার সাথে সাংঘর্ষিক । তিনি আরো বলেন মিথ্যা মামলা দিয়ে একটি কুচক্রী মহলের পায়তারায়  আমি সহ ৪জনকে অর্ন্তভূক্ত করে নতুন মামলা দিয়ে হয়রানি করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই । সেই সাথে সাংবাদিকদের সত্য প্রকাশ করে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে চাই । এ সময় এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন , আলহাজ্ব ছালে আহাম্মেদ, দুলাল মিয়া,হযরত আলী, ও নুর মাহমুদ সহ আরো অনেকেই । উল্লেখ্য ২৭/৭/২০২১ তারিখ রাত অনুমান ১ ঘটিকা থেকে ২৮/৭/২০২১ তারিখ আনুমানিক রাত তিন ঘটিকার মধ্যে সুরুজের বাড়ি সংলঘ্ন বাঁশের মাচার নিকটে ধানের জমির কাদার মধ্যে থেকে উপরে হয়ে থাকা অবস্থায় বিশু মিয়ার লাশ উদ্বার করা হয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন