Daily News BD Online

রংপুর জেলা প্রশাসকের উদ্দোগে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদযাপন


আনোয়ার হোসেন, রংপুর জেলা প্রতিনিধি :

উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভূমি সেবাকে সাধারণ মানুষের নিকট সহজলভ্য করতে স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়' প্রতিপাদ্যকে উপজীব্য করে আজ ২২ মে হইতে ২৮ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে আজ (২২ মে ২০২৩) সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষ, রংপুরে বিভাগীয় প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। সকাল ১১:০০ ঘটিকায় রংপুর সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়। পরবর্তীতে সকাল ১১:১৫ ঘটিকায় ড. চিত্রলেখা নাজনীন, জেলা প্রশাসক, রংপুর এর সভাপতিত্বে ভূমি সেবা সম্পর্কিত জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ তথ্য কেন্দ্র কাম সেবা বুথ পরিদর্শন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইব্রাহিম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), রংপুর বিভাগ, রংপুর।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন ফজলুল কবীর, পরিচালক, স্থানীয় সরকার, রংপুর বিভাগ, রংপুর,  আবু জাফর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), রংপুর বিভাগ, রংপুর, ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর।
এছাড়া অনুষ্ঠানে রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), রংপুর ;  নুর নাহার বেগম, উপজেলা নির্বাহী অফিসার, রংপুর সদর ; জায়িদ ইমরুল মোজাক্কিন; উপজেলা ভূমি অফিস, রংপুর সদর; মাহবুব রহমান, সভাপতি, প্রেসক্লাব, রংপুর ; রাজনৈতিক নেতৃবৃন্দ; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ; স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ; ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ; সেবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন