এ.বি.এম.হাবিব (নওগাঁ) : নওগাঁ জেলার আত্রাই উপজেলার বান্দাইখাড়া (সরদারপাড়া) গ্রামের মামুনুর রশিদের ৮ম শ্রেনী পড়ুয়া মেয়ে অপহরণের চার দিন পার হলেও উদ্ধার হয়নি এই বিষয়ে কিশোরীর মা বাদি হয়ে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বান্ধাইখাড়া বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে স্কুলে আসা যাওয়ার পথে সাহিম, দীর্ঘদিন ধরে নাবালিকা মেয়েকে রাস্তায়, প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন ধরণের কু-প্রস্তাব দিয়ে আসিতেছিল। মেয়েটি রাজী না হলে সাইম মেয়েকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসতে থাকে।
গত ১০/০৫/ ২৩ ইং তারিখ সকাল অনুমান ০৮.৩০ সময় মেয়েটি আত্রাই থানাধীন বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যায়। পরবর্তীতে একই তারিখ সকাল অনুমান ১০:৩০ সময় মেয়েটি বাড়িতে ফিরে না আসায় মেয়ের মা প্রাইভেট শিক্ষক মোঃ মহাসীন মাস্টারের কাছে ফোন দেন। শিক্ষক বলেন, প্রাইভেট পড়তে এসেছিলো অনেক আগেই ছুটি দিয়েছেন বলে তিনি জানান। তখন মেয়েটির মা, অনেক খোঁজাখুঁজি করতে থাকলে জানতে পারেন, সাহিমও তার সহযোগীরা মেয়েটিকে রাস্তা থেকে জোর-জবরদস্তি করে সিএনজি ও মোটর সাইকেল যোগে উঠিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে কিশোরীর মা রোকেয়া বেগম বাদী হয়ে, ৬ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলো- সাহিম (১৯), স্বপ্না (৩৬), আঃ মান্নান (৪৮), নাহিদ (২০), সালমান (২০), রাকিব (২০) সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, এই বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা সহ উদ্ধার এর চেষ্টা চলছে।
Tags
বাংলাদেশ