Daily News BD Online

পাঁচবিবির বাঁশ-গাছ কেটে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ


দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নে বীরনগর গ্রামে বাঁশ-গাছ কেটে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্ঠা, থানায় অভিযোগ দায়ের।
থানার অভিযোগ সূত্রে ও সরেজমিনে গেলে ভুক্তভোগী পরিবারের সদস্য মৃত আব্দুস সামাদ চৌধুরীর পুত্র সারোয়ার জামান চৌধুরী ও তার ছোট ভাই ছাইদুজ্জামান চৌধুরী জানান, গত প্রায় ৪০-৫০ বছর ধরে পাঁচবিবি-শালাইপুর সড়কের উত্তর পার্শে বীরনগর মৌজার আর এস ২২৫ খতিয়ানের ১৫৭৭ দাগে ৫৩ শতকের কাত ৩১ শতক ভিটা জমি তারা পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়। তখন থেকে ঐ জমিতে তারা আম গাছ ও বাঁশ লাগিয়ে ভোগ দখল করে আসছে। এই সম্পত্তি তাদের মৃত দাদা সমশের আলী চৌধুরী তার বড় স্ত্রী এবং অভিযোগ কারীদের দাদী ছালেহা খাতুনকে মহরানা হিসেবে কবলা দলিল মুুলে প্রদান করেন। রেকর্ডের সময় ভুল করে এই দাগে তাদের অন্য দাদীর ছেলে-মেয়ে অর্থাৎ পিতার বৈমাত্রীয় ভাই-বোনদের নামেও পর্চাতে অংশ লিখা হয়। ইতিমধ্যে তারা এসব সমস্যা সমাধানের জন্য জয়পুরহাট আদালতে একটি বন্টন মামলা দায়ের করেছেন যার নং ১৫৯/২০২২। এর পরেও পিতার বৈমাত্রীয় ভাই-বোন জাহাঙ্গীর আলম চৌধুরী, জুলফিকার আলী চৌধুরী, নাসিমা খাতুন, নাদিরা খাতুন হঠাৎ করে গত ২৭ এপ্রিল সকালে বহিরাগত কিছু লোকজন নিয়ে ভুল পর্চার অংশ দাবি করে এবং জোর করে উল্লেখিত দাগে তাদের লাগানো বাঁশ ঝাড় ও ৪০টি ফলন্ত আম গাছ কেঁটে ফেলে ব্যাপক আর্থিক ক্ষতি সাধন করে ও জমিটি দখলের চেষ্ঠা করতে থাকে। এসময় ভুক্ত ভোগীরা বাধা দিতে গেলে প্রতিপক্ষরা তাদেরকে মারার হুমকি দেয়। এ অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী ও তার ছোট ভাই জুলফিকার আলী (বাবু) সাংবাদিকদের জানান আর এস রেকর্ড ও ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের রায় অনুযায়ী আমাদের প্রাপ্ত অংশই শুধু বুঝে নেওয়ার চেষ্ঠা করছি। তাদের বাঁশ ও গাছ তাদেরকে দিয়ে এসেছি। তারা যে দাবি করছে তাদের দাবি ও অভিযোগ সঠিক নয়। কোন কাগজ থাকলে বিগত দিনের সালিশ বৈঠকে দেখাতে পারতো। আসলে তাদের কাগজ সঠিক নয়। এ বিষয়ে বালিঘাটা ইউপি চেয়ারম্যানের নুরুজ্জামান চৌধুরী বিপ্লব এর সঙ্গে ফোনে কথা বললে তিনি বলেন অভিযোগকারীরা আর এস রেকর্ড অনুযায়ী ফয়সালা চেয়েছিল আমি তাই করে দিয়েছি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন