শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দুই গণমাধ্যম কর্মীর লাঞ্চনার ঘটনার অন্তরালে চাঁদাবাজির সূত্র আছে বেেল এলাকাবাসী ও কাঠব্যবসায়ীরা জানান । জানা গেছে উপজেলার গুরুচরণ দুধনই বাজারে ১লা মে বিকালে গনমাধ্যম কর্মী আবু হেলাল ও জিয়াউল হক জনতার রোষানলে পড়লে এই ঘটনাটির মূল রহস্য বাহির হয় । এর আগের গভীররাতে পাহাড়ে গনমাধ্যম কর্মীরা প্রবেশ করলে ঝড়ে পড়া গাছ লাকড়ি ভরা ট্রলি গাড়ি দেখতে পেয়ে তাদের নিকট থেকে প্রশাসনের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করে । এই লোভে আবার ১লা মে বিকালে গণমাধ্যম কর্মীরা ওই বাজারে প্রবেশ করলে উত্তেজিত জনতারা তাদের ধাওয়া ও লাঞ্চনা করেন । ওই মুহুর্তে ঝিনাইগাতী রাংটিয়া রেজ্ঞ কর্মকর্তা মুকরুল ইসলাম আকন্দ ও বনবিভাগের সঙ্গিয় ফোর্স নিয়ে টহলরত অবস্থায় দেখতে পেয়ে গণমাধ্যম কর্মীদের উদ্বার করে বাজারের একটি রাইস মিলের ঘরে নিরাপত্তার স্থান করে দিয়ে তাদেরকে বিদায় করে জনতাকে শান্ত করেন । বিষয়টি জানতে ঝিনাইগাতীর একটি সাংবাদিকেরটিম গতকাল মঙ্গলবার ঘটনাস্থলে গেলে শতশত জনতা এ প্রতিনিধিদের জানান, সাংবাদিকরা খবর সংগ্রহ করবে পত্রিকায় লেখবে তারা রাতে পাহাড়ে প্রবেশ করে নিজেরাই গাড়ি আটকিয়ে টাকা নিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে । সরিফ উদ্দিন, লুৎফর ও আবুল কাশেম কাঠ ব্যবসায়ী জানান আমরা বাড়িতে ও ঝড়েপড়া গাছপালা ও লাকড়ি ক্রয় করে ব্যবসা করে থাকি । তারা গতরাতে এসে টাকা নিয়ে গেছে আবার আজকেও আসার ফলে এলাকাবাসী তাদেরকে আটকিয়ে ফেললে বনবিভাগের লোকজন তাদের উদ্বার করেছেন । ভূক্তভোগীদের টাকা নেওয়ার সাক্ষাতকারের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ঘুরপাক খাচ্ছে । গণমাধ্যম কর্মী দাবি করছেন তারা চোরাই কাঠের ছবি তুলতে গিয়ে লাঞ্চনার শিকার হয়েছেন । কোন টাকা পয়সা নেওয়া হয়নি তারা বাচাঁর তাগিদে এই ধরেনের সাক্ষাতকার দিয়েছে । এ ব্যাপারে রেজ্ঞ কর্মর্কতা মুকরুল ইসলাম আকন্দ জানান তারা দুইজন জনতার রোষানলে পড়ে লাঞ্চনার শিকার হলে আমি তাদেরকে রক্ষা করেছি । গণমাধ্যম কর্মী জিয়াউল হক জিয়া ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দ্বায়ের করেছেন । এ ব্যাপারে ওসি মনিরুল আলম ভূইয়া জানান একটি অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে ।
Tags
বাংলাদেশ