Daily News BD Online

পীরগঞ্জে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে পাঁচজন আহত, গুরুতর আহত দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি


আনোয়ার হোসেন, রংপুর জেলা প্রতিনিধি  :

রংপুরের পীরগঞ্জে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে পাঁচজন আহত, গুরুতর আহত দুই জনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে  এ বিষয়ে ১৫ জনের নাম উল্লেখ করে  থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।ঘটনাটি ঘটেছে আজ ১৮  মে বৃহস্পতিবার দুপুর সোয়া বারোটার সময় পীরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আরাজী গঙ্গারামপুর গ্রামে।থানায় দেওয়া অভিযোগ সুত্রে জানা যায় জেলা রংপুর থানা পীরগঞ্জ মৌজা নন্দরাম ফতেপুর জমির পরিমাণ ১৫ শতক মাত্র উক্ত জমি পৈত্রক সূত্রে পেয়ে নিষ্কণ্টক ভাবে  ৫০ বছর ধরে ভোগদখল করে আসছি।অভিযোগকারী পিতা মৃত্যু আজগার আলীর পুত্র  নওয়াব আলীর সাথে একই গ্রামের মৃত্যু আসাদ আলীর পুত্র রুস্তম আলী গং এর সাথে দীর্ঘদিন দিন যাবৎ  ওই জমি নিয়ে বিরোধ চলে আসছিল ।ঘটনার দিন অভিযোগে উল্লিখিত আসামীগন নিম্ন তফসিলভুক্ত জমি বে-দখল দেওয়ার জন্য সংঘবদ্ধভাবে লাঠি ছোরা চাইনিস কুড়াল লোহার রভ সহ জমিতে প্রবেশের চেষ্টা করলে আমরা নিষেধ করি।এ সময় এক নম্বর আসামী রোস্তম আলীর হুকুমে আমাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হাতে থাকা চাইনিস কুড়াল দ্বারা চোট দিলে মাথার মধ্যখানে লাগিয়ে চান মিয়া অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ।সে সময় চার নম্বর আসামী রোস্তম আলীর পুত্র আব্দুল হান্নান মিয়া লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারডং শুরু করে ।এ সময় মামলার বাঁদী আজগার আলীর পুত্র নওয়াব আলীর স্ত্রী লিপি বেগম আগাইয়া আসলে তার পরনের কাপড় ধরে টানা হেচড়া করে তাকে শ্লীলতাহানি করা হয় ।এদিকে  সংঘর্ষ চলাকালে  এলাকাবাসী এগিয়ে আসলে  আসামীজন পালিয়ে যায় ।যাওয়ার সময় বিভিন্ন ধরনের ভয়ভীতি ঔ প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় ।পরে আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাটি নিয়ে মামলা দায়েরর প্রস্তুতি চলছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন