Daily News BD Online

পাঁচবিবিতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা


দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) :

স্মার্ট ভূমি সেবা স্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষ্যে   এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মারুফ আফজাল রাজন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর। বিশেষ অতিতের বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল ও মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি প্রমূখ।প্রধান অতিথি বলেন, ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ভূমি সেবা বাস্তবায়ন করা হবে। এখন ঘরে বসেই আপনাদের নামজারি সহ সকল প্রয়োজন অনলাইনে করতে পারবেন।সভায় উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান,মেম্বার, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, কর্মচারীসহ সমাজের বিভিন্ন স্তরের শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,২২ মে থেকে ২৮ মে পর্যন্ত ভূমিসেবা সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন