Daily News BD Online

মধুখালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে স্কুল কমিটির নিন্দা জ্ঞাপন


হৃদয় শীল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের  মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের কমিটি নিয়ে বৃহত্তর ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক বাঙালী সময় পত্রিকার অনলাইন ও পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে স্কুল কমিটির নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেছেন। ১৮ মে বৃহস্পতিবার  সকাল ১১ টায়  স্কুল কমিটির পক্ষ থেকে লিখিত প্রতিবাদ জ্ঞাপন করা হয়। এ সময় স্কুলের সভাপতি আরিফুর রহমান লাভলু  বলেন, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগে অফিস সহকারী, পরিচ্ছন্নতাকর্মী আয়া পদে পরিক্ষা ছিলো।  বাঙালী সময় পত্রিকায় এটা নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে যে স্কুলটির সভাপতি ঘুষ নিয়ে চাকরি দিচ্ছে যেটা সম্পন্ন মিথ্যা ও বানোয়াট সংবাদ এই সংবাদের তীব্র নিন্দা জানাই সেই সাথে অভিযুক্ত সাংবাদিকের আইনের আওতায় আনার দাবি জানাই।

শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী মিঠু বলেন, আমাদের স্কুলের মান - মর্যাদা নষ্ট করার জন্য  যে সংবাদটা প্রচার করেছে যেটা সম্পন্ন মিথ্যা ও বানোয়াট সংবাদ।
এ সময় উপস্থিতি ছিলেন অভিভাবক সদস্য আজিজুর রহমান, মাজেদ দেওয়ান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য খাদিজা বেগমসহ অনেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন