Daily News BD Online

নড়াইলে শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময়


ফরহাদ খান, নড়াইল :


নড়াইলে শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষকদের সম্মানী ভাতা প্রদান ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মতুয়া মিশন জেলা কমিটির আয়োজনে এবং শরীফ ফাউন্ডেশন ও রোটারী ক্লাব অব আগ্রাবাদের সহযোগিতায় শ্রী শ্রী হরি লীলামৃত ১৮টি স্কুলের শিশু শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।

বীরমুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানবক্তা ছিলেন-সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু। বিশেষ অতিথি ছিলেন শরীফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর শরীফ আশরাফুজ্জামান, রোটারীয়ান ফরিদা ইয়াসমিন, মতুয়া মিশন নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক অসীম পালসহ অনেকে।

এদিকে মতুয়া মিশন নড়াইল জেলা কমিটির সভাপতি রূপকুমার মজুমদারের হত্যার বিচার দাবি করেন মতুয়া মিশনের নেতৃবৃন্দসহ বক্তারা। গত বছরের ২৫ অক্টোবর সন্ধ্যায় নড়াইল শহর থেকে কমলাপুরের বাড়িতে ফেরার পথে রূপকুমারকে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সম্প্রতি দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-সদর উপজেলা আউড়িয়া ইউনিয়নের বোড়াবাদুরিয়া গ্রামের উত্তম দাস ও কমলাপুর গ্রামের বিপ্লব রায়। বক্তারা মতুয়া নেতা রূপকুমার মজুমদারের হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন। তাদের ফাঁসির দাবিতে সবাই আওয়াজ তোলেন। #

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন