Daily News BD Online

লালপুরে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আ.লীগের কর্মী সভা


মোঃ তুষার ইমরান, লালপুর (নাটোর) প্রতিনিধি :


নাটোরের লালপুরে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চানপুর বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ।
এসময় তিনি বলেন, পদ্মার চরে অর্থনৈতিক জোন, নর্থ বেঙ্গল সুগার মিলের প্রকল্প, ভোকেশনাল ইন্সটিটিউট আমি করে দিয়েছি। কিন্তু আমি এমপি না থাকায় এসব প্রকল্প আলোর মুখ দেখে নি। আমি এমপি হলে লালপুর-বাগাতিপাড়ার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য পদ্মার চরে অর্থনৈতিক জোন স্থাপন করে ৩০/৪০ হাজার লোকের কর্মসংস্থান করা হবে। 

আর বিশেষ অতিথির বক্তব্যে লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু বলেন, আওয়ামী লীগ পরপর ১৫বছর পর পর রাষ্ট্রীয় ক্ষমতায়। আর আওয়ামী লীগের নেতা কর্মীদের বাদ দিয়ে নৌকা প্রতিককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জামাত-বিএনপির সাথে আতাত করে যারা নির্বাচনে জয় লাভ করতে পারে, আগামীদিনে এরা জামাত বিএনপির সঙ্গে থেকে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করবে না এর নিশ্চয়তা নেই। তাই লালপুর বাগাতিপাড়ায় এ্যাড. আবুল কালাম আজাদের বিকল্প নাই।

এসময় কদিমচিলান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাছান আলীর সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মোর্তুজা বাবু, সাবেক সদস্য আমজাদ হোসেন,  লালপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার বানু, কদিমচিলান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন