মোঃ ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ
রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দর ও শিবরামপুর জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন।
তিনি বুধবার (৩ মে ২০২৩খ্রি.) বেলা সাড়ে ১১ টায় রাজশাহী থেকে সড়ক পথে রওনা হয়ে রহনপুর রেলবন্দরে এসে পৌঁছেন। এ সময় তাকে স্বাগত জানান মুঃ জিয়াউর রহমান মাননীয় জাতীয় সংসদ সদস্য ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর,নাচোল,ভোলাহাঁট)।
এসময় উপস্থিত ছিলেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আঃ ওয়াহেদ, সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমন, মেসার্স নজরুল অটো রাইস মিলস এর ব্যবস্থাপনা পরিচালক মো:খাদিমুল ইসলাম, রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেলসহ অন্যান্যরা।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ রহনপুর-সিঙ্গাবাদ রুট দিয়ে রাজশাহী-মালদহ রুটে একটি যাত্রীবাহী ট্রেন চালুর জোড়ালো দাবি জানান মনোজ কুমারের নিকট।
পরে তিনি সড়ক পথে রহনপুর-সিঙ্গাবাদ রেলরুটের জিরোপয়েন্ট শিবরামপুর পরিদর্শনে যান। সেখানে বাঙাবাড়ী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামসহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রহনপুর রেলওয়ে এলসি স্টেশনে বন্দর সুবিধা চালু ও শিবরামপুরে প্রস্তাবিত স্থলবন্দর স্থাপনে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য তার এ সফর বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরে এ বিষয়ে মুঠোফোনে আরও সু-নিশ্চিত তথ্য প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ।
Tags
বাংলাদেশ