মোঃ হাবিব মিয়া, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জ জেলার পঞ্চম বারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন করিমগঞ্জ থানার (ওসি) শামছুল আলম সিদ্দিকী ।
সোমবার (১৫মে ) দুপুরে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার কার্যালয়ের কন্ফারেন্স রুমে শ্রেষ্ঠত্বের পুরুস্কার স্বরূপ শামছুল আলম সিদ্দিকী কে সম্মাননা ক্রেষ্ট ও স্মারক প্রদান করা হয়।
আইন শৃঙ্খলার উন্নয়ন, অস্ত্র, মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার রহস্য উদঘাটন, পুলিশি সেবা জনগণের দোরগোড়াই পৌঁছে দেয়াসহ পুলিশ কর্মকর্তা হিসেবে করিমগঞ্জ উপজেলায় বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিনি কিশোরগঞ্জ জেলার পঞ্চম বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি নির্বাচিত হয়েছেন শামছুল আলম সিদ্দিকী।
কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) করিমগঞ্জ থানার ওসি মোঃ শামছুল আলম সিদ্দিকীর হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন।
এবিষয়ে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ কিশোরগঞ্জ জেলার পঞ্চম বারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামছুল আলম সিদ্দিকী জানান,
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার)
স্যার এর দিক-নির্দেশনায় ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা এবং করিমগঞ্জ থানা আমার কর্মস্থলের সকল অফিসারবৃন্দ ও কনস্টেবলদের সাথে নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছি। কিশোরগঞ্জ জেলার পঞ্চম বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়াতে আমি আনন্দিত ও সকলের জন্য শুভ কামনা জানাচ্ছি। এই পুরস্কার আমার একার নয় সকলের কাজের ফসল এই পুরুস্কার করিমগঞ্জ থানার সকলের। মনরম সবুজে ঘেরা কিশোরগঞ্জ জেলার পঞ্চম বারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ পুরুস্কৃত সার্টিফিকেট টি আগামী দিনের কাজের ক্ষেত্রে আমাকে আরও প্রেরণা জোগাবে বলে তিনি সকলের দোয়া,আশির্বাদ ও সহযোগীতা কামনা করেন।
Tags
বাংলাদেশ