Daily News BD Online

মৌলভীবাজারে চা শ্রমিক অধিকার দিবস পালন, লাল পতাকা মিছিল


আব্দুল হামিদ, কমলগঞ্জ মৌলভীবাজার :

মৌলভীবাজারে চা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে চা শ্রমিক অধিকার দিবস পালন, লাল পতাকা মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২১ মে ঐতিহাসিক মুল্লুক চলো আন্দোলনের ১০২ তম বর্ষে ২০ মে কে ‘চা শ্রমিক অধিকার দিবস’ হিসেবে রাষ্ট্রীয় ঘোষণা, শ্রমিকদের সবেতন-ছুটি, দৈনিক মজুরি ৬০০ টাকা নির্ধারণ, ২০২১-২২ সালের এরিয়ার সম্পূর্ণরুপে পরিশোধসহ ৭ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে লাল পতাকা মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি এই কর্মসূচির আয়োজন করে। দুপুর ১২ টায় কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী বজলুর রশিদ ফিরোজ। উদ্বোধনের পরে একটি লাল পতাকার মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরবর্তীতে সংগঠনের সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশীর সভাপতিত্বে ও দীপংকর ঘোষ এবং কীরণ বৈদ্যের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসান হাবীব বুলবুল, পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অধ্যাপক অজিত রায়, অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়নের অন্যতম জাতীয় সভাপতি নবেন্দু দাশগুপ্ত, একই সংগঠনের অন্যতম জাতীয় সম্পাদক এবং পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক, তরাই সংগ্রামি চা শ্রমিক ইউনিয়নের সভাপতি বাসুদেব বসু, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সম্পাদক জনার্দন দত্ত নান্টু, বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক মঈনুর রহমান মগনু, সিলেট জেলা বাসদ আহবায়ক আবু জাফর, বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফ্লোরা বাবলি তালাং, বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদ সভাপতি জনক দেববর্মা, যুব ইউনিয়ন জেলা শাখার যুগ্ম আহবায়ক জাভেদ ভুইঁয়া, চা শ্রমিক নেতা কাজল রায়, আকুল বুনার্জী, রাজিব আলী, গোপিনাথ সাধু, অমৃত তেলী, অমিত রুদ্রপাল, প্রেম কুমার পাল প্রমুখ।

সভায় চা শ্রমিক প্রতিনিধিরা বলেন, ১৭০ টাকা মজুরিতে বর্তমান বাজারে সংসার চালানো অসম্ভব। মালিকরা আমাদের বকেয়া মজুরি থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছে। নেতারা দালালি করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন