Daily News BD Online

না.গঞ্জে ৭ বিএনপি-ছাত্রদল নেতা কারাগারে : নিঃশর্ত মুক্তির দাবি ছাত্রদল নেতা পিয়াস খন্দকারের


নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু সহ নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তির দাবি করেছে ফতুল্লা থানা ছাত্রদল নেতা মোঃ পিয়াস খন্দকার।  গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানান তিনি।
গনমাধ্যমে পাঠানো বিবৃতিতে পিয়াস বলেন, আইনের শাষণ ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সরকারের শাষক দলের আজ্ঞাবহ আদালত সারা দেশব্যাপী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দিলে নেতা-কর্মীরা উচ্চ আদালতের জামিন নিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর করে নেতা-কর্মীদের কারাগারে পাঠানো হচ্ছে। দেশের আইন ব্যবস্থায় সরকারের তাবেদারীর কারনে আজকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা আদালতে এসেও ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে, তা সত্যিই দুঃখজনক।
অন্যায় অবিচার করে নমরুদ-ফেরাউনের পতন হয়েছে, অচিরেই এই সরকারের পতন অনিবার্য।
অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি।
উল্লেখ্য ১৬ মে মঙ্গলবার দুপুরে ফতুল্লা থানার একটি নাশকতার মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আলী আহম্মদ, এনামুল হক মামুন, ফতুল্লা থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হাসান ইকবালের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে।
অন্যদিকে একই আদালত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হাসিবুর রহমান শান্ত এবং সোনারগাঁও পৌর ছাত্রদলের সদস্য সচিব তানজিল হোসেন এক মিথ্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন