Daily News BD Online

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে অপহরণ


এস এম রকিবুল হাসান,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর নিয়ামতপুরে দ্বাদশ শ্রেনীতে পড়া কলেজ ছাত্রীকে অপহরণ করা হয়েছে। উদ্ধার না হওয়ায় ভুক্তভোগী ওই কলেজছাত্রীর বাবা সুমন আলী (২৬) ও তার বাবা-মাকে আসামি করে সোমবার রাতে থানায় অপহরণ মামলা করেন। সুমন আলী উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর পাঠান পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
এজাহার সূত্রে জানা গেছে, ওই কলেজছাত্রী নিয়ামতপুর গার্লস স্কুল কলেজে এন্ড কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করেন। সুমন আলী বিভিন্ন সময়ে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিলেও তিনি নাকোচ করেন। বিষয়টি সুমন আলীর পরিবারকে জানালে ক্ষিপ্ত হন তিনি। গত ১১ মে বৃহস্পতিবার কলেজ আসার পথে বটতলি তিনমাথার মোড় এলাকা থেকে সুমন আলী মাইক্রোযোগে ওই ছাত্রীকে অপহরণ করেন।
ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বলেন, মেয়ে সুমন আলীর প্রেম প্রস্তাবের বিষয়ে আমাকে জানালে ওরা প্রতিবেশী হওয়ায় তার বাবা-মাকে জানাই। এতেই তারা চরম ক্ষিপ্ত হয়ে ওঠে। এখন পর্যন্ত আমার মেয়ের কোন খোঁজ খবর পাওয়া যায় নি। বেঁচে আছে না মেরে ফেলেছে সেটিও জানি না। 
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, অপহরণের ঘটনায় একটি মামলা হয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন