Daily News BD Online

সোহেল শিকদারের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধারা


মোঃ হাসান, কুমিল্লা (হোমনা) :


আজ সোমবার ২৯ মে সকাল ৯টায়  ঢাকা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুমিল্লার তিতাসের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল শিকদারের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধারা।

এতে বক্তব্য রাখেন, তিতাস উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আক্তার হোসেন নিজাম শিকদার, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান সাদির, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, লাল বাগ থানা ছাত্র লীগের সাবেক সভাপতি নূরে আলম জিকু ও রমনা থানা ছাত্রলীগ নেতা মো. দিপু প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা আওয়ামী লীগ, মহিলালীগ, ছাত্রলীগ ও বীর মুক্তিযোদ্ধাগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, তিতাসে যুবলীগ নেতা জামাল হত্যায় রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলকভাবে শাহিনুল ইসলাম সোহেল শিকদারকে জড়িয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। ওই মামলায় বর্তমানে মুক্তিযোদ্ধার।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন