Daily News BD Online

অফিসসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের ঘটনায় উত্তেজিত জনতা


জাহিদ হাসান মিশু :
রংপুর জেলার সদ্যপুষ্করিণী ইউনিয়ন পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি  ভাঙচুর এর ঘটনা ঘটেছে।ঘটনাটি ঘটেছে ১৪ ই মে ২০২৩ ইং রবিবার দুপুর ২ টায়,অভিযোগকারী হলেন ৪ নং সদ্যপুষ্করিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সোহেল রানা,এই বিষয়ে গণমাধ্যম কর্মীদের অভিযোগকারী ইউনিয়ন চেয়্যারম্যান জনাব মোঃ সোহেল রানা বলেন গত রবিবার ১৪ই মে ২০২৩ ইং দুপুর ২ টায় ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: শহীদুল ইসলাম সুমন এর সাথে ইউনিয়ন পরিষদ অফিসে সভাপতি বিষয়ে কথা কাটাকাটি হয় তার এক পর্যায়ে শহিদুল ইসলাম সুমন উত্তেজিত হয়ে চেয়ারম্যানের দিকে চেয়ার দিয়ে ঢিল ছুরেন এবং অফিস ভাঙচুর শুরু করেন,ভাঙচুরের সময় বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভেংগে যায় ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শহীদুল ইসলাম সুমন ঘটনাটি ঘটিয়ে পালিয়ে যায়,ঘটনাটি ঘটে যাওয়ার পরে স্থানীয় জনতা এসে দৃশ্যটি দেখেন এবং উত্তেজিত হয়। অপরদিকে ইউপি সদস্য শহীদুল ইসলাম সুমন এই অনাকাঙ্ক্ষিত বিষয়ে সে জরিত নয় বলে জানিয়েছেন, আরও জানান ইউনিয়ন পরিষদের অফিসে আরো কয়েকজন প্রতিনিধি  উপস্থিত ছিলেন সেখানে ইউনিয়ন চেয়ারম্যান জনাব সোহেল রানার সাথে আমার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তার সাথে আমি রাগান্বিত হই,আমি কোনও প্রকার ভাঙচুরের সাথে জড়িত নই  আর এই ভাংচুরের ঘটনায় আমার কোনও ধরনের হাত নেই, আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এলাকার উত্তেজিত জনতার দাবি ঘটনাটির পেছনে যাদের হাত রয়েছে আর যারা যারা এর সাথে জরিত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীকে প্রমান করে আইনের আওতায় এনে তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেয়া হোক।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন