Daily News BD Online

রাঙ্গাবালীতে আশ্রয় নেওয়া মানুষের মাঝে খাবার বিতারণ


রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :

উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। পায়রা সমুদ্র বন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি করার পর থেকে দুর্যোগ মোকাবেলায় কাজ করছে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। অরক্ষিত এলাকা থেকে লোকজনদের নিরাপদে সরিয়ে আনতে তৎপর সিপিপি, পুলিশ ও প্রশাসন। শনিবার রাতে ঝুকিপূর্ণ এলাকার প্রায় দুই শত মানুষ আশ্রয় কেন্দ্রে এসেছে। তাদের জন্য শুকনো খাবার, মুড়ি, চিড়া, মিঠা, মাম পানি ও মোম বাতির ব্যবস্থা করা হয়। এতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ণের নয়াভাংগুনি এলাকায় আশ্রয় নেওয়া দুই শত মানুষের মাঝে শুকনো খাবার বিতারণ করেছে উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইউপি সদস্য রওশন মৃধা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন