রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :
উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। পায়রা সমুদ্র বন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি করার পর থেকে দুর্যোগ মোকাবেলায় কাজ করছে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। অরক্ষিত এলাকা থেকে লোকজনদের নিরাপদে সরিয়ে আনতে তৎপর সিপিপি, পুলিশ ও প্রশাসন। শনিবার রাতে ঝুকিপূর্ণ এলাকার প্রায় দুই শত মানুষ আশ্রয় কেন্দ্রে এসেছে। তাদের জন্য শুকনো খাবার, মুড়ি, চিড়া, মিঠা, মাম পানি ও মোম বাতির ব্যবস্থা করা হয়। এতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ণের নয়াভাংগুনি এলাকায় আশ্রয় নেওয়া দুই শত মানুষের মাঝে শুকনো খাবার বিতারণ করেছে উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইউপি সদস্য রওশন মৃধা।
Tags
বাংলাদেশ