Daily News BD Online

কাজল ডাঙ্গা গায়ে -ওয়ালিদ জামান


কাজল ডাঙ্গা গায়ে

-ওয়ালিদ জামান


জ্বলে জ্বলে ঐ নিভছে জোনাক
কাজল ডাঙ্গা গায়ে
আজ মেঠো পথ গল্প শোনাক
লাগুক ধুলো পায়ে।

ফুলে ফুলে ঐ সুবাস ছড়াক
রাতের আঁধার লয়ে
গান গেয়ে মন হঠাৎ হারাক
উতাল হাওয়ায় বয়ে।

মেঘে মেঘে ঐ বৃষ্টি ঝড়াক  
আঝোর ধারা হয়ে
জমে থাকা সব দহন ফুড়াক
নীল বেদনা ধুয়ে।   

উড়ো উড়ো ঐ সুখ না দাড়াক
এমন দুঃখের নায়ে
অচিন পথেই মন পা বাড়াক
ছবির মত গায়ে।



ওয়ালিদ জামান সাংবাদিক, লেখক ও কবি।
মোবাইলঃ ০১৬৮৪৪২১১৫২
ইমেইল- walidzaman6@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন