Daily News BD Online

চৌহালীতে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


মোঃ ইমরুল হাসান চৌহালী প্রতিনিধিঃ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে চৌহালী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা। চৌহালী সরকারী কলেজ মাঠে এই প্রতিযোগিতার  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরকার।

 বিশেষ অতিথি ছিলেন চৌহালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা  ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ মজনু মিয়া । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, সম্ভুদিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাহ্হার ছিদ্দিকী, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শরীর চার্চা শিক্ষকবৃন্দ।

দিনব্যাপী এই আয়োজনে উপজেলার ২টি ভেন্যুতে বালক এবং বালিকাদের ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তৃণমূল পর্যায়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রথমবারের মতো দেশের ২৭ জেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে কাজ করছে ইউনিসেফ বাংলাদেশ। এছাড়া খেলাধুলার প্রসারের মাধ্যমে সমাজ থেকে মাদক, ইভটিজিং, মোবাইলে আসক্তিসহ নানা অপকর্ম থেকে নিজেদের দূরে রাখার জন্য শিশুদের উদ্বুদ্ধ করা হচ্ছে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে। দিনব্যাপী এই আয়োজনে উপজেলার ৩২ স্কুলের ২৪০  বালক এবং বালিকা অংশ নেয়। আয়োজনের সার্বিক সহযোগিতায় জেলা ক্রিয়া অফিসার মাসুদ রানা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন